ফের হুমকির মুখে চিকিৎসা ব্যবস্থা। মদ্যপ অবস্থায় এসে হামলা ও ভাঙচুরের চেষ্টার অভিযোগ। ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার রতুয়া ১ নং ব্লক হাসপাতালে। ঘটনায় আতঙ্কে রয়েছেন চিকিৎসক ও নার্সরা।
জানা যায়, আঙুল কেটে যাওয়ায় এক ব্যক্তি হাসপাতালে যান। সেই সময় সুতো না থাকায়, রুগীর পরিবারকে সুতো কিনে আনতে বলা হয়। তাঁরা কিনে আনলে তবে আঙুলের ক্ষত সেলাই করা হয়। পরে একদল লোক মদ্যপ অবস্থায় হাসপাতালে এসে হুমকি দিতে শুরু করে। টেবিল চাপড়ে অশ্লীল ভাষায় হুমকি দিতে থাকে। এমনকি ভাঙচুরের চেষ্টা করা হয় বলেও অভিযোগ উঠেছে। বাধ্য হয়ে থানায় জানালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।