হবিবপুর

রাজ্য সভাপতির উপর হামলার ঘটনায় থানা ঘেড়াও করে বিজেপির বিক্ষোভ

প্রচার সেরে ফেরার পথে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর আক্রমনের ঘটনা ঘটে। আর এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় বামনগোলা থানা ঘেড়াও করে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মী সমর্থকরা।

 

এদিন হবিবপুর বিধানসভার জেলা পরিষদ-২ মন্ডলের তরফে বামনগোলা থানা ঘেরাও কর্মসূচী পালন করেন বিজেপি কর্মীরা। এই উপলক্ষে বামনগোলা বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এই বিক্ষোভ মিছিলটি বামনগোলা থানার সামনে এসে বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ দেখায়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ-২ মন্ডলের সভাপতি অমিত ঘোষ সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।