লোকসভা নির্বাচনের মুখে বাংলার কংগ্রেসকে বড়সড় ধাক্কা দিল তৃণমূল। উত্তর মালদার কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নূর দল ছেড়ে দিলেন। যোগ দিলেন তৃণমূলে। সোমবার সন্ধ্যায় নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে জোগদান করলেন মৌসম নূর।
ভোটের মুখে দলীয় সাংসদের এই দলবদলে খুব অস্বস্তিতে পড়ল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ঘটনায় প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, “আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোনও রকম নির্বাচনী সমঝোতা ও জোট হচ্ছে না, এটা বুঝতে পেরে মৌসম বেনজির নূর দলত্যাগ করেছেন। দলত্যাগ না করার জন্য রাজ্য কংগ্রেস এবং সর্বভারতীয় কংগ্রেসের উচ্চ নেতৃত্ব বারংবার অনুরোধ করেছিলেন মৌসম নূরকে। কিন্তু তিনি প্রতি বারই জানিয়েছিলেন যে দলত্যাগ করছেন না। বাস্তবে দেখা গেল মৌসম নূর দলীয় নেতৃত্ব এবং দলের কর্মীদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করলেন। সোমবার সকালবেলাতেও তাঁর সঙ্গে ফোনে কথা হয়। ব্যক্তিগত কাজে ব্যস্ত আছেন এবং পরে ফোন করবেন বলে জানান তিনি। কিন্তু পরে আর ফোন করেননি।”
মৌসম দলত্যাগ করায় মালদহে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোনও রাজনৈতিক ক্ষতি হবে না বলে মনে করছেন রাজ্য কংগ্রেস। তবে মৌসমের ধাক্কা কাটিয়ে ওঠার পাশাপাশি দল, আসন্ন লোকসভা নির্বাচনের জন্য মালদহ (উত্তর) লোকসভা আসনে প্রার্থী হিসাবে বরকত গণিখান চৌধুরীর পরিবারের যোগ্যতম প্রতিনিধি বিধায়ক ঈশা খান চৌধুরীর নাম প্রদেশ কংগ্রেসের তরফে স্থির করা হয়েছে। শুধু তাই নয়, মালদহ জেলা কংগ্রেসের নতুন সভাপতি নিয়োগের প্রক্রিয়াও শুরু করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই।সংগৃহীত......