নির্বাচনের মুখে পুরাতন মালদার মঙ্গলবাড়ী ওসমানিয়া হাই মাদ্রাসায় আয়োজিত হল শেরশাবাদিয়া বিকাশ পরিষদের প্রথম জেলা সম্মেলন হয়ে গেল রবিবার।
এই সম্মেলনে অতীত ও বর্তমানের নিরিখে শেরশাবাদিয়া জনজাতির ভবিষ্যৎ উন্নয়ন প্রসঙ্গে আলোচনা করা হয়৷ পরিষদের তরফে উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল ওহাব সহ অন্য বিশিষ্টরা। তবে বিধানসভা নির্বাচননের সঙ্গে এই সম্মেলনের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি তথা শেরশাবাদিয়া বিকাশ পরিষদের মুখপাত্র মোশারফ হোসেন৷
মোশারফ সাহেব বলেন, ‘বিধানসভা নির্বাচন সামনে চলে এসেছে৷ আমরাও সারা বছর মানুষের জন্য কাজ করি৷ নিজেদের সম্প্রদায়ের সঙ্গে থাকি৷ ভোটের সঙ্গে এই সম্মেলনের কোনও সম্পর্ক নেই৷ এটা একটা সামাজিক সংগঠন৷ শেরশাবাদিয়া সম্প্রদায়ের একটা ইতিহাস আছে৷ এই সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি রয়েছে৷ তাই আমরা বার্তা দিতে চাই, আমরা এই জেলারই ভূমিপুত্র৷ কারণ, শেরশাবাদ পরগণা, তার ইতিহাস, প্রাচীন থেকে বর্তমান বৃত্তান্ত খতিয়ে দেখলে সবাই জানতে পারবে, এই রাজ্যে আমরা প্রায় দেড় কোটি এই সম্প্রদায়ের মানুষ রয়েছি৷ অথচ আমরা বিচ্ছিন্নভাবে রয়েছি৷ আমরা এই সম্প্রদায়কে একজোট করার চেষ্টা করছি৷