অন্যান্য

শোকের ছায়া বলিউডে, প্রয়াত হলেন শ্রীদেবী

রুপোলি পর্দায় আর নতুন কোন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে না তাঁকে৷ তাঁর ভুবন ভোলানো হাসি থেকে বঞ্চিত হবে লক্ষ কোটি ফ্যানেরা ৷ মাত্র ৫৪ বছর বয়সে প্রয়াত হলেন ভারতের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবী কাপুর৷ শনিবার রাতে দুবাইয়ে মোহিত মারওয়া নামের এক আত্মীয়ের বিয়েতে স্বপরিবারে উপস্থিত ছিলেন শ্রীদেবী৷ সেখানেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলিউডের চাঁদনী৷ তাঁর মৃত্যুর সময় উপস্থিত ছিলেন স্বামী বনি কাপুর ও মেয়ে খুশি ৷ সঞ্জয় কাপুর জানিয়েছেন এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ২৪ তারিখ রাত্রি ১১ থেকে ১১.৩০ মধ্যে ৷ 

         শ্রীদেবী কাপুর এর জন্মনাম শ্রী আম্মা ইয়াঙ্গের আয়্যাপান। জন্ম ১৩ আগস্ট ১৯৬৩ সালে। একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী যিনি তামিল, তেলুগু, হিন্দি, মালয়ালম এবং কিছু সংখ্যক কন্নড় চলচ্চিত্রে কাজ করেছিলেন। তাঁর মৃত্যুতে শোকাহত বলিউড। শোক প্রকাশ করেছেন বলিউডের তারকারা। ১২৫টিরও বেশী হিন্দী ছবিতে অভিনয় করেছেন তিনি। ৮০ ও ৯০ এর দশকের বলিউড দাপিয়েছেন হাওয়া হাওয়ায়ী গার্ল। হিন্দির পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন তিনি। ১৯৭৫-এ জুলি ছবিতে শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় তাঁর প্রথম অভিনয়। এরপর ১৯৭৮-এ সোলয়াঁ সাওয়ান ছবিতে বলিউডে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন তিনি। তার শেষ মুক্তি পাওয়া হিন্দি ছবি ‘মম’। তাঁর অভিনীত কিছু উল্লেখযোগ্য সিনেমা সদমা, মিস্টার ইন্ডিয়া, হিম্মতওয়ালা, চাঁদনি, নাগিনা, চালবাজ, লমহে, খুদাগওয়া। ২০১৩ সালে তিনি অভিনয়ের জন্য পেয়েছিলেন পদ্মশ্রী সম্মান।