চাঁচল

শ্রম সংগঠকদের নিয়ে কর্মশালা

 

শ্রম সংগঠকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল মঙ্গলবার। মালদহের চাঁচল ১ নং ব্লক দপ্তরের এন.আর.ই.জি.এস ভবনে ওই কর্মশালার আয়োজন করা হয়।

    উপস্থিত ছিলেন মালদহ জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা পরিযায়ী শ্রমিক কল্যাণ সমিতির সদস্য রফিকুল হোসেন, জেলা শ্রম দপ্তরের ডেপুটি কমিশনার নৌসাদ আলি, চাঁচল ১ নং ব্লকের বিডিও থিনলে ফুন্টসক ভুটিয়া, চাঁচল ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জনা সাহা ও সহকারী সভাপতি জাকির হোসেন সহ অন্যান্যরা। এলাকার সংগঠিত ও অসংগঠিত শ্রমিকেরা যাতে সহজে সরকারি সুবিধা পায় তা নিয়ে কর্মশালায় আয়োজিত হয়। পরিযায়ী শ্রমিকদের কর্মসাথী প্রকল্পের আওতায় আনার জন্য বাড়ি বাড়ি ভিজিট করার কথা শ্রম দপ্তরের আধিকারিকেরা জানিয়েছেন।