উত্তরদিনাজপুর

সদ্য জাত পুত্র সন্তানকে পাশে রেখে উচ্চ মাধ্যমীক দিল উত্তর দিনাজপুর এক ছাত্রী

সদ্য জাত পুত্র সন্তানকে পাশে রেখে হাসপাতাল থেকে  উচ্চ মাধ্যমিকের শেষ পরীক্ষা দিল এক ছাত্রী।  উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পশ্চিম দূর্গাপুর এলাকার ছাত্রী রুমনা পারভীন সে  মিলনময়ী উচ্চ বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্রী । সে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে । তার আসন পড়ে ছিল পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে । গত শনিবার দুপুরে প্রসব যন্ত্রনা নিয়ে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হয় ।  শনিবার রাতে সে পুত্র সন্তানের জন্ম দেয়।  কিন্তু এর মাঝে তার কোন পরীক্ষা ছিল না।  এরপরে তার পরিবারের লোকেরা বিদ্যালয়ের সাথে যোগাযোগ করলে   বিদ্যালয়  তার হাসপাতাল থেকে পরীক্ষা দেবার ব্যবস্থা করে দেয় ।বুধবার  রুমলা পারভীন হাসপাতালে দর্শন  বিষয়ের উপরে উচ্চ মাধ্যমীক পরীক্ষা দেয় তার সদ্য জাত পুত্র সন্তানকে পাশে রেখে৷