দক্ষিনদিনাজপুর

দক্ষিণ দিনাজপুর থেকে ফের উদ্ধার বিষাক্ত ও বিরল প্রজাতির মাকড়শা

ফের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে উদ্ধার হল বিষাক্ত ও বিরল প্রজাতির মাকড়শা। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহর সংলগ্ন চকভৃগু গ্রাম পঞ্চায়েতের ডাকরা এলাকার বাসিন্দা সুশান্ত মহন্ত নামে এক ব্যক্তির বাড়িতে এই লোমশ মাকড়শাটি দেখতে পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা এই মাকড়শার দেহে লোম লক্ষ করে অনুমান করেন এটি ট্যারেন্টুলা প্রজাতির। ঘটনায় খবর দেওয়া হয় বালুরঘাট বনদপ্তর বিভাগে। তবে ফের জেলা থেকে লোমশ মাকড়শা উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে বালুরঘাট সহ চকভৃগু গ্রাম পঞ্চায়েত এলাকায়। 

এবিষয়ে এই এলাকার বাসিন্দা সুশান্ত মহন্ত জানান, বুধবার রাতে তারা এই মাকড়শাটিকে দেখতে পায়। মাকড়শাটির গায়ে লোম থাকার কারণে তিনি অনুমান করেন এটি বিষাক্ত প্রজাতির মাকড়শা হতে পারে। তিনি আরো জানান, কয়েক দিন আগে তিনি টেলিভিশনে দেখেছিলেন যে এই ধরনের মাকড়শা ট্যারেন্টুলা প্রজাতির। যার কারণে স্বাভাবিক ভাবেই তারা আতঙ্কিত। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/45hUph1ZWSk