কলকাতা

স্নাতক স্তরেও প্রশ্ন নিয়ে গন্ডগোল, বিপাকে Calcutta university এর তিন কর্তা

শুক্রবার পরীক্ষা  দিতে আসা ছাত্র ছাত্রীদের ছিল বিস্ময়ের মুহূর্ত, স্নাতক দ্বিতীয়  বর্ষের জেনারেল সাংবাদিকতা এবং গণমাধ্যমের পরীক্ষায় দেওয়া হল ভুল প্রশ্নপত্র ফলে বাতিল হল পরীক্ষা। এই বাতিল হওয়া পরীক্ষা পুনরায় নেবে university 20th জুনে এবং তৃতীয় পত্রের পরীক্ষা হবে 27 th জুন। university প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়ে স্বাভাবিক ভাবেই এবার উঠছে প্রশ্ন ।

শিক্ষামন্ত্রী বলেন এই বিষয়ে করা ব্যবস্থা নেবার নির্দেশ  দেওয়া হয়েছে । উপাচার্যের বিরুদ্ধে বসতে পারে কমিটি । শোকস  এবং সাসপেনশন পেয়েছেন কনফিডেন্টাল বিভাগের শিবাজি দাস। কলেজের পড়ুয়ারা ফ্রী বাবদ  রীতিমত  কয়েক কোটি  টাকা জমা দেন ইউনিভার্সিটিতে তবে এমন হেনস্থা কেন এর কোন সদুত্তর এখন পাওয়া যায়নি।