সম্প্রীতি বাইক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু হয়, কলেজ পড়ুয়ার মৃত্যুর ঘটনায় শোকসন্তপ্ত শিক্ষাঙ্গন। এরই মাঝে যাতে আর কোনও কলেজ পড়ুয়া যাতে দুর্ঘটনার বলি না হয় সেদিকে লক্ষ্য রেখে কলেজে অনুষ্ঠিত হলো বিশেষ সচেতনতা শিবির।
মালদা জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে এবং চাঁচল কলেজের ব্যবস্থাপনায় মঙ্গলবার চাঁচল কলেজে আয়োজিত হল সেফ ড্রাইভ শেভ লাইফ কর্মসূচি। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মালদা জেলা ট্রাফিক ডিএসপি সুশীল গুরুং, মালদা জেলা ট্রাফিক ইন্সপেক্টর ধনঞ্জয় সরকার, চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাস, বিশিষ্ঠ সমাজসেবী বাবু সরকার থেকে শুরু করে অন্যান্যরা। এদিনের এই কর্মসূচিতে জেলা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কলেজের পড়ুয়াকে বাইক চালানো নিয়ে সতর্ক এবং সচেতন করা হয়। বাইকে উঠলে হেলমেট অবশ্যই, দুজন উঠলে দুজনের হেলমেট থাকা জরুরি। একই সঙ্গে নির্দিষ্ট গতিবেগে বাইক চালাতে হবে, বাইক চালানোর সময় কানে মোবাইল এবং হেডফোন না রাখার বার্তা দেন আধিকারিকরা।