ইংরেজ বাজার

হবিবপুর অঞ্চলে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ছয়টি-র বেশি ষাঁড়

হবিবপুর ব্লকের হবিবপুর অঞ্চলে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হল ছয়টি-রও বেশি ষাঁড়। ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর অসুস্থ বেশ কিছু ষাঁড়। ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে হবিবপুর অঞ্চলে।

 

হবিবপুর ব্লকের হবিবপুর অঞ্চলের দোলমালপুর ঘোষ পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। দেখা যায় প্রায় ৬ এর অধিক ষাঁড়কে কেউ বা কারা পা, কোমর ধারাল অস্ত্র দিয়ে কেটে দিয়েছে। এমনকি, পেটে বলম ঢুকিয়েছে এবং পুড়িয়ে মারার চেষ্টাও করেছে! এ নিয়ে এলাকায় যাদব সম্প্রদায়ের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। অবিলম্বে প্রশাসনের দ্বারস্থ হয়ে সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির দাবি করেছে এলাকার মানুষজন।