ইংরেজ বাজার

হবিবপুরে ভোট প্রচারের সাথে চলল জোট প্রার্থীর কর্মীসভা

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই জোর কদমে ভোট প্রচার শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। সেই মতো ভোট প্রচার করার পাশাপাশি দলীয় কর্মীদের নিয়ে এক কর্মীসভা হয়ে গেল মঙ্গলবার বিকেলে।

 

হবিবপুর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত জোট প্রার্থী ঠাকুর টুডু নির্বাচনি প্রচার অভিযান চালান। ভারতীয় জাতীয় কংগ্রেস, RSP, CPI সহ সংযুক্ত মোর্চার কর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত হল হবিবপুর রাইস মিল হাটে। পাশাপাশি হবিবপুর রাইসমিল হাট থেকে গোটা হবিবপুর এলাকায় মিছিল করে ভোট প্রচার করেন হাজির ছিলেন হবিবপুর বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত CPIM প্রার্থী ঠাকুর টুডু, মালদা জেলার cpim পার্টি জেলা সম্পাদক অম্বর মিত্র, পশ্চিমবঙ্গ সিপিএম পার্টির রাজ্য কমিটির সদস্য তথা মালদা জেলার দায়িত্বপ্রাপ্ত সোমনাথ ভট্টাচার্য, হবিবপুর ব্লক কংগ্রেসের সভাপতি বিদ্যুৎ গাঙ্গুলীর সহ RSP ও CPI- সংগঠনের সর্বস্তরের নেতৃত্বরা।