মানিকচক

হাটে বাজারে নির্ভয়া দিদি

 

শুক্রবার সাংবাদিক বৈঠক করে দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী জানিয়ে ছিলেন 'হাটে বাজারে নির্ভয়া দিদি' কর্মসূচির কথা৷ মালদার বিভিন্ন হাটে বাজারে গিয়ে মানুষদের সাথে সরাসরি সংযোগ স্থাপন করে ভোট প্রচার চালাবেন বলে জানান তিনি।

    সেই মতো শনিবার মানিকচক ব্লকের মথুরাপুরের শতাব্দী প্রাচীন হাটে গিয়ে মানুষের সাথে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী। চায়ের দোকানে চা তৈরী করে আবার কখনো মাটির হাঁড়ি বা কখনো সবজি বিক্রি করে ভোট প্রচার চালালেন তিনি। গ্রামীণ হাটে আসে সর্বস্তরের মানুষ, তাই তাদের অবস্থা সরাসরি উপলব্ধি করার জন্যই ভোটপ্রচারের এই কর্মসূচী বলে জানান দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী।