মালদা

হারিয়ে যাওয়া শিশুর ক্ষত বিক্ষত দেহ উদ্ধার নদীর ধারে থেকে ৷

পুরাতন মালদার সাহাপুরের পাবনা পাড়া এলাকায় নদীর ধারে এক শিশুর ক্ষত বিক্ষত দেহ দেখে ব্যাপক চাঞ্চল ছড়াই ওই এলাকায়। জানা যায় চলতি মাসের ২১ তারিখে সাহাপুরের পাবনা পাড়ায় বাড়ির পাশে খেলতে গিয়ে একটি শিশু নিরুদ্দেশ হয়। অনেক খোঁজা খুঁজির পর ও শিশুটিকে পাওয়া যায়নি। এ ব্যাপারে মালদা থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে। রবিবার ওই শিশুর বাড়ি থেকে পাঁচশো মিটার দুরে নদীর ধারে একটি শিশুর ক্ষত বিক্ষত দেহ পরে থাকতে দেখে স্থানীয়রা। এবং সাথে সাথে পুলিশকে জানানো হলে পুলিশ এসে ক্ষত বিক্ষত শিশুর দেহটি উদ্ধার করে। পুলিশের অনুমান ক্ষত বিক্ষত দেহটি হারিয়ে যাওয়া ৪ বছরের ওই শিশুটির। কিন্তু পরিবারকে জানানো হলে পরিবার মেনে নিতে রাজি হয়নি। কিন্তু মৃত শিশুটির পরনের পোশাক দেখে হারিয়ে যাওয়া ৪ বছরের শিশুটির রয়েছে বলে ম্নে করেছে পরিবার। পরিবারের লোকেরা আরও বলেন তাদের শিশুকে অপহরণ করা হয়েছে বলে তাদের অনুমান। খবর পেয়ে ঘটনা স্থলে পোছাই পুরাতন মালদার বিধায়ক ভুপেন্দ্র নাথ হালদার। তিনি জানান এই দেহটি হারানো শিশুর কি না তা নিয়ে তদন্ত করছে পুলিশ।