পুরাতন মালদা শহর এবং ব্লকের মধ্যে একটি অন্যতম দুর্গা পুজোর মধ্যে নাম তুলে নিয়েছে মঙ্গলবাড়ীর নবাগত ক্লাব। নবাগত ক্লাবের এবারের দুর্গাপুজোর মন্ডপ থিম ফিরে দেখা ১৯৭১ সাল।
১৯৭১ সালে পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ থেকে মানুষ কিভাবে তারের বেড়া পার হয়ে এপারে কি অবস্থায় এসেছিল সেই দৃশ্য তুলে ধরা হয়েছে পূজা মন্ডপের মাধ্যমে। ক্লাব সদস্যদের মাধ্যমে জানা গেছে, এবারে তাদের পুজো পদার্পণ করল ৫৩ তম বছরে। বাজেট ৬ লক্ষ ৫০ হাজার টাকা। পুজো মন্ডপের কারুকার্যে রয়েছে নবীন শিল্পী মিঠুন কুমার কুন্ডু এবং মৃৎশিল্পী রয়েছেন বিপ্লব চক্রবর্তী এবং তরুণ সরকার। পুরো মন্ডপটি ধানের কাঁড়ি, টিন এবং চটের বস্তা দিয়ে সাজানো হচ্ছে। স্মৃতি বিজড়িত ১৯৭১ সালে বাংলাদেশ থেকে এসে এপার বাংলায় কিভাবে শরণার্থীরা বসবাস করছিল খোলা আকাশের নিচে, কারো কারো বারান্দায় এবং কিভাবে নৌকায় জলপথে এসেছিল সেসব বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়েছে।