মালদা

মহানন্দা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক মাধ্যমিক পরীক্ষার্থী,চাঁচলের ঘটনা

মহানন্দা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে চাঁচলের আসাপুর এলাকার মাধবপুরের মহানন্দা নদীতে। খবর পেয়ে ঘটনাস্থলে ডুবুরি নামিয়েছে পুলিশ প্রশাসন। 

জানা যায়, চাঁচলের আসাপুরের মাধবপুর বড়গাছিয়া গ্রামের সাত জন তরুণ প্রতিদিনের মত মঙ্গলবার নদীতে স্নান করতে গিয়েছিল। হঠাৎ জলের স্রোত বেড়ে যাওয়ায় তাদের মধ্যে দুজন ওই স্রোতে তলিয়ে যায়। এরপর সবাই মিলে তাদের খোঁজাখুঁজি শুরু করে। ওই দুজনের মধ্যে একজনকে বাঁচাতে সক্ষম হলেও ফারহান আক্তার নামে এক মাধ্যমিক পরীক্ষার্থী এখনও নিখোঁজ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দপ্তর। 

এবিষয়ে তাদের মধ্যে এক জন ফাইউল রেজা জানায়, তারা এক সাথে স্নান করছিল। এমন সময় নদীতে জলের স্রোত বেড়ে যাওয়ায় তাদের মধ্য থেকে দুজন জলে তলিয়ে যায়। তারপর তারা সবাই মিলে খোঁজাখুঁজি করে একজন কে বাঁচাতে পারলেও তলিয়ে যায় তাদের অপর এক বন্ধু ফারহান আখতার। 

এবিষয়ে স্থানীয় বাসিন্দা জানান, ঘটনার খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরে। তারা এসে ওই ছাত্রের খোঁজে নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 

https://www.youtube.com/embed/bC7xTR_14Fs