মালদা

৪টায় পথদুর্রঘটনা ঘটে গেল পুলিশের সামনে

শুক্রবার রাতে চাঁচল থেকে ১০টি বাঁশ বোঝাই লড়ি ফারাক্কার দিকে যাচ্ছিল। ভোড় ৪ টা নাগাদ নাইট পেট্রোলিং করার সময় কালিয়াচকের যদুপুর পেট্রোল পাম্পের কাছে লড়ি গুলিকে সন্দেহ  জনক ভেবে থামতে বলে কালিয়াচক থানার পুলিশ। গাড়িটি স্লো করতেই পিছন থেকে অন্য এক মাল বোঝাই ১২ চাকার লড়ি গতি সামলাতে না পেরে একটি বাঁশ বোঝাই গাড়ির পিছনে সজরে ধাক্কা মারে। ফলে বাঁশ ছুতে গিয়ে গাড়ির হুড ভেঙ্গে বাঁশ বোঝায় গাড়ির চালককে চেপে দেই। তৎক্ষণাৎ মৃত্যু হয় এই বাঁশ গাড়ি চালকের। অপর দিকে ঘাতক গাড়িটির খালাসি গুরুতর আহত হয়। জানাযানি হতেই এলাকাবাসি ভীড় জমাই। এর ফলে ৩৪ নম্বর জাতিও সড়কে যানজট বাধে। পরে আহত খালাসিকে উধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। এবং মৃত দেহ উধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিক্যাল কলেজ হাস্পাতালে।