মালদা

BSF এর উদ্যগে গ্রামের মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ শিবির

কালিয়াচকের গোলাবগঞ্জ BSF এর ২৪ নম্বর ব্যাটেলিয়ানের উদ্দগে রবিবার আয়োজন করা হয় ফ্রি মেডিক্যাল ক্যাম্পের। আর এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পেকে কেন্দ্র করে গ্রামের সাধারন মানুষদের কাছে পোঁছানোর এক আভিনব পদ্ধতি দেখা গেল BSF এর ২৪ নম্বর বাটেলিয়ানের জাওয়ানদের । যাদের বুটের আওয়াজে কেপে উঠে গ্রামের অলি গলি। যার ভয়ে সিউরে উঠত গা  আর আজ তারাই হাত বারিয়ে দিল এক নতুন সম্পর্কের জন্য । আর এই হাতে হাত রেখে গ্রামের হাজার এরও বেশি মানুষ উপস্থিত হয়ে ছিল এই শিবিরে। এই শিবিরে উপস্থিত ছিল মালদা ও কলকাতার অনেক নামি দামি দাক্তার বাবুরা। গ্রামের লোকেদের কথা মাথাই রেখে BSF এর ২৪ নম্বর ব্যটেলিয়ান ইএনটি, হার্ট , আই প্রভিতি বিভিন্ন বিষয়ে পারদর্শী ডাক্তারদের হাজির করে ছিল গ্রামের মানুষদের জন্য। এবং যারা অনেকদিন ধরে জটিল রোগে ভুকছে তাদের কোলকাতাতে বিনা মুল্যে চিকিৎসার ব্যাবস্থা করা হবে বলে জানান হয় BSF এর তরফ থেকে । এই অভিনব পন্থায় এক ঢিলে দুটি পাখি মারা হল। এক দিকে দুস্থ লোকেরা বিনা মুল্যে ভালো ডাক্তার বাবুর পরামর্শ ও চিকিৎসা পেল অপরদিকে BSF এর ২৪ নম্বর ব্যটেলিয়ানের জাওয়ানদের সঙ্গে সাধারন মানষের সুসম্পর্ক তৈরি হল। তাতে তারকাটা সংলগ্ন এলাকায় অবৈধ কার্যকলাপ সম্বন্ধে অনেক বেশি ওয়াকি বহল থাকবে BSF