Flash News
News add
Image

বিভিন্ন দাবিতে আদিবাসী সমাজ শিক্ষণ ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে বিক্ষোভ

News add

অলচিকি ভাষায় প্রাথমিকে পঠন-পাঠন চালু এবং অলচিকি শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ বালুরঘাটে। বুধবার আদিবাসী সমাজ শিক্ষণ ও সাংস্কৃতিক সংস্থা (আসেকা)-র পক্ষ থেকে বালুরঘাট শহরে বিক্ষোভ দেখান হয়।

 

এদিন আদিবাসী সমাজ শিক্ষণ ও সাংস্কৃতিক সংস্থা (আসেকা)-র পক্ষ থেকে এক মিছিল দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরে সামনে এসে হাজির হয়। সেখানে সংস্থার পক্ষ থেকে বিক্ষোভ দেখান হয়। আসেকা এর দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক মদন মূর্মু জানান, সাঁওতালি ভাষা অলচিকিতে পঠন-পাঠন চালু, অলচিকি ভাষার শিক্ষক নিয়োগ, অলচিকি ভাষার d.el.ed প্রশিক্ষণের ব্যবস্থা করা সহ, তপশিলি ভূয়ো শংসাপত্র ব্যবহারকারীদের তদন্ত করা সহ এদিন জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়।

News add
লাইফ স্টাইল