Flash News
News add
Image

শক্তি সঞ্চয় সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

News add

শক্তি সঞ্চয় সংঘের উদ্যোগে, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায় ক্লাব প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল রবিবার। এদিনের এই রক্তদান শিবিরে ৫ জন মহিলা সহ ৩০ জন রক্তদাতা রক্তদান করেন।

 

এদিন পশ্চিম হায়দারপুর শক্তি সঞ্চয় সংঘ নিজস্ব ক্লাব প্রাঙ্গণে চলা রক্তদান শিবিরে সপ্তর্ষি কুইলার তার ১৯ তম জন্মদিনে পিতা দীপক কুমার কুইলা একসাথে পিতা পুত্র রক্তদান করেন। এহেন মহান কর্মযজ্ঞে পিতা-পুত্রের অংশগ্রহণ দেখে উৎসাহিত এলাকার মানুষজন। রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন শক্তি সঞ্চয় সংঘের সম্পাদক প্রশান্ত বোস, বিশিষ্ট সমাজসেবী জয়ন্ত দাস, আবু তালাহা, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদার সম্পাদক ও রক্তদান শিবিরের আহ্বায়ক নিরঞ্জন প্রামানিক ও অনিল কুমার সাহা প্রমূখ।

News add
লাইফ স্টাইল