Flash News
News add
Image

ভক্তি নিষ্ঠা সহকারে ছট পূজায় ব্রতী হল হবিবপুরবাসী

News add

হবিবপুর ব্লকে বিভিন্ন নদীর ঘাট ও  পুকুরে পালিত হল ছট পুজোর ব্রত। আর এই ছট পুজোকে ঘিরে সৌন্দর্যায়ন, আলোকসজ্জায় ভরিয়ে তোলা হয়েছে বিভিন্ন ঘাট চত্বর।

 

বুলবুলচন্ডী টাঙ্গন নদীতেও ছট পূজ হল, করোনা আবহে বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে টাঙ্গন  নদীর ঘাটের সৌন্দর্যায়ন, আলোকসজ্জা ও বিভিন্ন রকম সুবিধার ব্যবস্থা করা হয়েছিল, পাশাপাশি বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নদীতে সূর্যদেবের মাটির মূর্তি পূজার জন্য ব্যবস্থা করা হয়েছিল।

News add
লাইফ স্টাইল