Flash News
News add
Image

উদিয় মান সূর্যকে অর্ঘ প্রদান করে সম্পন্ন হল ছট পূজা

News add

করোনা আবহের মধ্যদিয়ে সরকারি বিধি মেনে উদিয় মান সূর্যকে অর্ঘ প্রদান করে ছট পূজা সম্পন্ন হলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে।

 

দূর্গা পূজা ও কালি পূজার মতো উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ছট পূজা হয়ে থাকে প্রতি বছর। এই পূজা মূলত বিহারী ও হিন্দি ভাষি মানুষেরা করলেও এখোন সব ভাষার মানুষেরা নিষ্ঠা ও ভক্তি সহকারে করে থাকেন। শুক্রবার বিকালে অস্ত গামী সূর্যকে অর্ঘ দিয়ে পূজা শুরু করলেও শনিবার উদিয় মান সূর্যকে অর্ঘ দিয়ে পূজার সমাপ্তি হয়। কারোনা আবহের কারণে পুরপ্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কালিয়াগঞ্জের শ্রীমতি নদী সহ বিভিন্ন পুকুর গুলিতে বিশেষ নজর রাখা হয়।

News add
লাইফ স্টাইল