Flash News
News add
Image

সুজাপুরে প্লাস্টিক কারখানায় দুই সদস্যের ফরেনসিক দল

News add

অবশেষে কালিয়াচকের সুজাপুরে প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের কারন জানতে শুক্রবার রাতে ঘটনাস্থলে হাজির হয় দুই সদস্যের ফরেন্সিক দল।

 

তবে এই বিস্ফোরনের নেপথ্যে কি রয়েছে ধোঁয়াশায় রয়েছে পুলিশ প্রশাসন। কারন মেশিন বিভ্রাট হয়ে বিস্ফোরন হলে লোহার মেশিনে ভাঙা বা কাটার দাগ থাকতো। মেশিনের যে অংশ ভাঙা রয়েছে তাতে ভাঙার কোন চিহ্ন নেই। যদিও ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে এসটিএফের এক প্রতিনিধি দল। সংগ্রহ করেছে বেশ কিছু নমুনা। এদিন দুই সদস্যের ফরেনসিক দল ভাঙা মেসিনের নমুনা সংগ্রহ করার পাশাপাশি অন্যান্য প্লাস্টিক কারখানার মালিকদের সাথে কথা বলেন।

News add
লাইফ স্টাইল