নাইট ডিউটি করে বাড়ি ফেরার পথে চোপড়া বাসস্ট্যান্ডে বাইক দূর্ঘটনায় মৃত ১ আহত ১। এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া বাসস্ট্যান্ডে।
স্হানীয় সূত্রে জানা যায়, সুরজ হেমব্রম এবং তার কলিক চোপড়া তুতবাগানে নাইট ডিউটি করে বাইকে চেপে তাদের বাড়ি মরিচঝাপিতে ফিরছিলেন। হঠাৎ চোপড়া বাসস্ট্যান্ডে দ্রুত গতিতে আসা একটি লরি সজোরে বাইকের পিছনে ধাক্কা দিলে বাইক সমেত দুজনেই রাস্তায় ছিটকে পড়ে যায়। বাইকের পিছনে বসে থাকা সুরোজ হেমরম গাড়ির নিচে চলে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এরপর বাইক আরোহীকে গুরুতর জখম অবস্থায় চোপড়া দোলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।
লাইফ স্টাইল
প্রপুলার / Popular