আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে সোমবার ২৫ টাকা দরে আলু বিক্রয় করা হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। উত্তর দিনাজপুর জেলা কৃষিজ বিপনন দফতরের সহযোগিতায় এদিন কালিয়াগঞ্জ শহরের নাট মন্দির প্রাঙ্গনে এই নায্যমূল্যে আলু বিক্রয় শিবির খোলা হয়।
এদিনের এই শিবির থেকে ২৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ৪ কেজি জ্যোতি আলু ক্রেতাদের মধ্যে বিক্রি করা হয়। এদিন কালিয়াগঞ্জে সরকারি উদ্যোগে ২৫ টাকা কেজি দরে জ্যোতি আলু কিনতে সাধারণ মানুষের লম্বা লাইন পড়ে যায়। হুরোহুরি এড়াতে এদিন নায্যমূল্যে আলু বিক্রয় শিবিরে হাজির ক্রেতাদের স্লিপ ইস্যু করা হয়। সেই স্লিপের ভিত্তিতে আলু তুলে দেয় কৃষিজ বিপনন দফতর। খোলা বাজারে আলুর দাম ৪৫-৫০ টাকা হতেই রাজ্য সরকার তৎপর হয়েছে পরিস্থিতি সামাল দিতে এমনটাই মনে করছেন অনেকেই।
লাইফ স্টাইল
প্রপুলার / Popular