১০০ বোতল ফেনসিডিল সহ দুই বাংলাদেশীকে গ্রেফতার করল বিএসএফ। সোমবার ধৃতদের ইংরেজবাজার থানার মাধ্যমে মালদা জেলা আদালতে পেশ করা হয়।
ধৃতদের নাম সাইদুল (২২) ও মহঃ বিশারদ (৩০)। ধৃতরা বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের বাসিন্দা। উল্লেখ্য, ভোররাতে ইংরেজবাজারের পিয়াসবাড়ি বিওপি থেকে ফেনসিডিল সহ দুই বাংলাদেশীকে গ্রেফতার করে বিএসএফ। এরপর ধৃতদের ইংরেজ বাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
লাইফ স্টাইল
প্রপুলার / Popular