Flash News
News add
Image

১০০ বোতল ফেনসিডিল সহ ধৃত দুই বাংলাদেশী

News add

১০০ বোতল ফেনসিডিল সহ দুই বাংলাদেশীকে গ্রেফতার করল বিএসএফ। সোমবার ধৃতদের ইংরেজবাজার থানার মাধ্যমে মালদা জেলা আদালতে পেশ করা হয়।

 

ধৃতদের নাম সাইদুল (২২) ও মহঃ বিশারদ (৩০)। ধৃতরা বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের বাসিন্দা। উল্লেখ্য, ভোররাতে ইংরেজবাজারের পিয়াসবাড়ি বিওপি থেকে ফেনসিডিল সহ দুই বাংলাদেশীকে গ্রেফতার করে বিএসএফ। এরপর ধৃতদের ইংরেজ বাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

News add
লাইফ স্টাইল