আর নয় অন্যায় কর্মসূচিকে সামনে রেখে বাইক র্যালীর আয়োজন করা হলো সোমবার। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে বাইক র্যালীর আয়োজন করেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী।
কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী ছড়াও উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী, সহ সভাপতি সুরঞ্জিত সেন, টাউন মন্ডলের সভাপতি সন্দীপ ভট্টাচার্য ও সহ একাধিক বিজেপি নেতৃত্বরা। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী জানান, এদিনের এই সুবিশাল র্যালী হচ্ছে যার মাধ্যমে এটা পরিষ্কার যে মানুষ পরিবর্তনের পরিবর্তন চাইছে এবং পরিত্রান চাইছে বর্তমান রাজ্য সরকারের কাছ থেকে। তিনি বলেন এদিনের ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর থেকে শুরু হয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক হয়ে ইসলামপুর শহর হয়ে দাড়িভিট নন্দন ঝার হয়ে পুনরায় ইসলামপুরের এসে এই মিছিল শেষ হবে। সাধারণ মানুষ তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ তাই এদিন আর নয় অন্যায় কর্মসূচি গ্রহণ করা হয়েছে।