করোনা সতর্কতা ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দেশের ৭২ তম সাধারনতন্ত্র দিবস উদযাপিত হল মালদা জেলায়। এদিন মালদা শহরের ডিএসএ ময়দানে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়।
মালদা শহরের ডিএসএ ময়দানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক রাজশ্রী মিত্র। এছাড়াও হাজির ছিলেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। জাতীয় পতাকা উত্তোলনের পর জেলাবাসীর উদ্দেশ্যে ভাষন দেন জেলাশাসক রাজশ্রী মিত্র। এরপর জেলাশাসক এবং পুলিশ সুপার সম্মিলিত বাহিনী পরিদর্শন করেন। এরপর কুচকাওয়াজে অংশ নেয় রাজ্য পুলিশের বাহিনী সহ বিভিন্ন স্কুলের এনসিসি বাহিনী।
লাইফ স্টাইল
প্রপুলার / Popular