Flash News
News add
Image

২০১ কেজি গাঁজা সহ পুলিশের জলে ধৃত দুই ব্যক্তি

News add

গোপন সূত্রে খবর পেয়ে ২০১ কেজি গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল এসটিএফ। ধৃতদের আজ ইংরেজবাজার থানার পুলিশের মাধ্যমে জেলা আদালতে পেশ করা হয়।

জানা যায়, ধৃতদের নাম বাবুন মন্ডল ও সাবির মন্ডল। ধৃতরা উত্তর ২৪ পরগনার কাশিপুরের বাসিন্দা। ধৃতরা উদ্ধার হওয়া গাঁজা কোচবিহার থেকে নদীয়ায় নিয়ে যাচ্ছিল সেই সময় তাদের ধরে ফেলে গাজার আনুমানিক বাজার মূল্য তিন লক্ষ টাকা জানা গেছে।

News add
লাইফ স্টাইল