Flash News
News add
News
Image

ডাম্পারের ধাক্কায় মৃত বাইক আরোহী, চাঞ্চল্য ইসলামপুরের বিহার মোড় এলাকায়

News add

ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনায় আহত দুজন। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ৩১ নম্বর জাতীয় সড়কে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বিহার মোড় এলাকায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহাকুমা হাসপাতালে পাঠায়। আহতদের ইসলামপুর হাসপাতলে ভর্তি করা হয়েছে। তবে কিভাবে ঘটনা ঘটলো তার তদন্তে নেমেছে ইসলামপুর থানার পুলিশ। 

জানা যায়, মৃত ব্যাক্তির নাম বিবিধনাথ পাল(৫৫)। বাড়ি চোপড়া থানার কাচাকালিতে। এদিন বিকেলে ইসলামপুর থেকে কাজ সেরে কাঁচা কালির দিকে বাবা ও দুই ছেলে বাইকে করে বাড়ি ফিরছিল। ইসলামপুরের বিহার মোড় এলাকায় বাইকটি পৌঁছলে পিছন দিক থেকে আসা একটি ডাম্পার বাইকটিকে ধাক্কা মারলে বাইক থেকে পড়ে যায় তিনজন। ঘটনাস্থলে মৃত্যু হয় বাবার। আহত হয় দুই ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দুর্ঘটনার জন্য কিছুক্ষণ ৩১ নম্বর জাতীয় সড়কে যান চলাচল অবরুদ্ধ হয়ে পরে। পুলিশ পৌঁছে যান চলাচল স্বাভাবিক করার পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়। আহতদের ইসলামপুর মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিভাবে ঘটনা ঘটলো তার তদন্তে নেমেছে ইসলামপুর থানার পুলিশ।

News add
লাইফ স্টাইল