কলকাতা এন আর এস হাসপাতাল কান্ডের ঘটনার প্রতিবাদে শনিবার এক প্রতিবাদ মিছিল বের করল চাঁচল মহাকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে সমস্ত চিকিৎসক-নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।
এদিন একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি চাঁচল শহর পরিক্রমা করে পুনরায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে এসে শেষ হয়। তবে এদিন প্রতিবাদ মিছিলে চিকিৎসক নার্সরা শামিল হলেও চাঁচল হাসপাতাল এর সমস্ত রকম পরিষেবা ছিল অন্যান্য দিনের মতোই।
লাইফ স্টাইল
প্রপুলার / Popular