পুরাতন মালদা মঙ্গলবাড়ি রাধাগোবিন্দ মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণীর স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হল সোমবার। এই স্নানযাত্রা উপলক্ষে মঙ্গলবাড়ী রাধাগোবিন্দ মন্দির কমিটির পক্ষ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
এদিনের এই শোভাযাত্রা গোটা মঙ্গলবাড়ী শহর পরিক্রমা করে আবার মন্দির প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দুধ দিয়ে স্নান করানো হয়। জানা যায়, স্নান যাত্রা শুরু হয়েছিল পুরি থেকে আজকের দিনেই, পুরীতে জগন্নাথ বলদেব সুভদ্রা বিগ্রহ স্থাপিত হয় এবং সেই থেকে এই স্নান যাত্রা শুরু হয়। এই উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম মন্দির চত্বরে লক্ষ্য করা যায়।
এই রাধাগোবিন্দ মন্দির কমিটির সভাপতি অসীম ঘোষ জানান, আগামীতে যে রথযাত্রা হবে, সেই রথ যাত্রার আগাম বার্তা নিয়ে তাদের এই স্নানযাত্রা মহোৎসব।
লাইফ স্টাইল
প্রপুলার / Popular