Flash News
News add
Image

৬ দফা দাবিতে বিদ্যুৎ দফতরে সিপিএমের উত্তর লোকাল কমেটির তরফে ডেপুটেশন

News add

লকডাউনের কারণে ৬ মাসের বিদ্যুৎ বিল মুকুব, কৃষকদের আমন ধান চাষের ক্ষেত্রে বিদ্যুৎ বিল মুকুব করা, ক্রমাগত বিদ্যুৎতের বর্ধিত মূল্য হ্রাস করা, প্রতিমাসের বিল প্রতি মাসে নেওয়া সহ মোট ৬ দফা দাবির ভিত্তিতে মঙ্গলবার কালিয়াগঞ্জ বিদ্যুৎ দফতরের স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন প্রদান করল সিপিএমের উত্তর লোকাল কমেটি।

 

এদিন দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল করে এসে বিদ্যুৎ দফতরের সামনে বেশ কিছু সময় অবস্থান বিক্ষোভ দেখানোর পর সিপিএমের প্রতিনিধি দল সামাজিক দুরত্ব বজায় রেখে স্টেশন মাস্টারের কাছে ৬ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান করে। এমনটাই জানান সম্পাদক উত্তর লোকাল কমেটির মনোরঞ্জন পাটোয়ারী।

News add
লাইফ স্টাইল