নুসরত জাহানকে বিচ্ছেদর নোটিস পাঠাননি - দাবী করলেন নুসরত
নিখিল জৈন নাকি নুসরত জাহানকে বিচ্ছেদের নোটিস পাঠাননি! সম্পূর্ণ ভুল খবর রটেছে! এমনই দাবী করেছেন নুসরত জাহান। সোমবার রাতে জানা যায় নুসরতকে নাকি নিখিল ডিভোর্সের নোটিস পাঠিয়েছেন। এরপরই শুরু হয় কানাঘুষো। তবে কি এবার বিবাহ জীবনে ইতি পড়তে চলেছে নুসরতের? কিন্তু মঙ্গলবার অভিনেত্রী জানান, সম্পূর্ণ ভুল খবর রটেছে। তিনি ডিভোর্সের নোটিস পাননি।
নুসরত এদিন একটি প্রেস বিবৃতি জা...