Flash News
News add
News
Image

আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের অন্যতম নাম সুস্মিতা সেন

News add

শুধু সৌন্দর্য নয়। ব্যক্তিত্বের জন্য অন্যতমা সুস্মিতা সেন। আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব দেখে তার মত হতে চান এমন মহিলা হাতে গুনে শেষ করা যাবে না। নিজের মত করে জীবন যাপন করেন সুস্মিতা। তবে সম্পর্কে যাওয়ার আগে দুই সন্তানের সিঙ্গেল মাদার হিসেবেও সফল তিনি। বয়সে ১৫ বছরের ছোট প্রেমিকের সঙ্গে থাকেন বিশ্ব সুন্দরী। তবে জানেন কি প্রেমিক রহমান শলের সঙ্গে কিভাবে দেখা হয়েছিল সুস্মিতার ?

 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে প্রাক্তন বিশ্বসুন্দরী জানিয়েছেন, ইনস্টাগ্রাম-এর মাধ্যমে রহমানের সঙ্গে আলাপ তার। ইনস্টাগ্রামে রহমান তাকে বেশ কয়েক বছর আগে মেসেজ পাঠিয়েছিলেন। কিন্তু সুস্মিতা তখন বুঝতে পারেননি ১৫ বছরের ছোট এক যুবক তার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। সুস্মিতার বয়স এখন ৪৫।

 

বয়সে এত ছোট একজনের সঙ্গে সম্পর্কে যাওয়ার বিষয়ে সাক্ষাৎকারে কথা বলেছেন সুস্মিতা। তিনি বলছেন, “১৫ বছরের ছোট হওয়া সত্বেও ও যে এত পরিণত এবং বিবর্তিত তা আমি জানতাম না। অগভীর জিনিসপত্র আমার ভালো লাগেনা। গভীরতা থাকতেই হবে। ওর সঙ্গে কাটানোর সময় খুব সুন্দর। ও আমি এবং আমার দুই সন্তান একটা টিমের মতো।” সংগৃহীত..........

News add
লাইফ স্টাইল