Flash News
News add
News
Image

জলদূষণের কারনে হ্রদে ভেসে উঠল ৪০ টন মৃত মাছ

News add

৪০ টন মৃত মাছ। হ্যাঁ এটা সত্যি, এমন বিশাল পরিমাণ মৃত মাছের দেখা মিলেছে লেবাননে। সেখানকার লিটানি নদীর পাশের একটি লেকে ভেসে এসেছে এই বিপুল পরিমানে মৃত মাছ।

 

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দূষিত জলের জেরেই ঘটেছে এই ঘটনা। লেবাননের সবথেকে বড় নদী লিটানি। ওই নদীর তীরবর্তী এলাকায় রয়েছে কারাউন লেক। সেখানেই ভেসে এসে জমা হয়েছে এই পরিমাণ মৃত মাছ। এত মাছ এক জায়গায় জমা হওয়ায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে ওই এলাকায়। স্বেচ্ছাসেবকরা এলাকা পরিস্কার করতে শুরু করেছে।

 

তবে যে খবর জানা যাচ্ছে তা হল, বছরের পর বছর ধরে সুয়ারেজ ও অন্যান্য বর্জ্য এক জায়গায় জমা হচ্ছে। এর জেরেই লিটানি নদীর জল দূষিত হচ্ছে এবং মাছ মৃত্যুর কারণ এটাই। স্থানীয় এক কর্মী আহমাদ আসকার জানিয়েছেন, ‘লেকের কাছে গত কয়েক দিন ধরে এই অবস্থা চলছে। মাছ ভেসে উঠছিল অস্বাভাবিক পরিমাণে। যার গন্ধ অসহনীয়’। স্থানীয় জেলেদের থেকে জানা গিয়েছে, গত কয়েক দিনে এত মরা মাছ জমতে জমতে পরিস্থিতি এই অবস্থায় এসে পৌঁছেছে। সংগৃহীত.......

News add
লাইফ স্টাইল