Flash News
News add
News
Image

ইতালির জেনোয়ায় সেতু ভাঙনে মৃতের সংখ্যা বেড়ে ৪২

News add

অর্পিতা মণ্ডল : ইতালির জেনোয়ার শিল্প তালুকের মোরান্ডি সেতু ভেঙে ঘটল দুর্ঘটনা। ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪২।

    গত মঙ্গলবার সকালে ইতালির বন্দর শহর জেনোয়ার শিল্প তালুকের মোরান্ডি সেতুর একাংশ ভেঙে পড়ে। ঘটনাস্থল থেকে ৩০ টি দেহ উদ্ধার করা হয়। একাধিক গাড়ি ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ছিল। এদিন সেতুর ভগ্নাংশ থেকে একটি দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি থেকে এক ইতালীয় দম্পতি এবং তাঁদের ৯ বছরের মেয়ের দেহ উদ্ধার হয়। তার আগে এক ৩০ বছরের যুবকের দেহ ধ্বংসস্তূপ থেকে বের করা হয়। কেন এই সেতু ভেঙে পড়ল তা নিয়ে প্রশ্ন শুরু হয়েছে, আঙুল উঠেছে প্রশাসনের দিকে ! সেতু সুরক্ষিত রাখতে যথাযথ পদক্ষেপ নেয় নি স্থানীয় প্রশাসন বলে অভিযোগ তুলেছেন মৃতদের আত্মীয়স্বজন। তাদের দাবি সেতু ভেঙে পড়ার বিষয়টি নিয়ে সরকারিভাবে তদন্ত শুরু করা হোক।

News add
লাইফ স্টাইল