Flash News
News add
News
Image

সবসময়ের জন্য ইয়ারফোন শরীরের পক্ষে মারাত্মক

News add

সৌমিতা রায়ঃ  গান শুনতে কে বা না ভালোবাসে। তাই মানুষের বেশিরভাগ সময়ের সঙ্গী ইয়ারফোন ও স্মার্টফোন। কিন্তু আপনারা কি জানেন এই ইয়ারফোন আপনার শরীরের একটি অঙ্গকে বিকল করে দিতে পারে। ইয়ারফোনের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে আপনার কানের। এমনকি সর্বক্ষণের জন্য ইয়ারফোন ব্যবহার করলে আপনি আগামীতে বধিরও হয়ে যেতে পারেন। 

সব কোম্পানির ইয়ারফোন সমান হয় না, কোনটিতে আওয়াজ খুব বেশি আবার কোনটিতে কম। বহু মানুষ আছে যারা উচ্চ গ্রামে / শব্দে গান শুনতে ভালোবাসেন, আর এখানেই যত সমস্যা। ওয়াল্ড হেলথ অর্গানাইজেশন তথ্য অনুসারে, যদি কোনো ব্যক্তি টানা ১ ঘণ্টা ৮৫ ডেসিবেলে গান শোণে বা মাত্র ১৫ মিনিটে ১০০ ডেসিবেলে গান শোণে, তাহলে তার কানের মারাত্মক ক্ষতি হয়। 

যত দিন যাচ্ছে, প্রযুক্তি ততবেশি উন্নত হচ্ছে। অল্প বয়সী ছেলে-মেয়েদের মধ্যে বেড়ে উঠছে প্রযুক্তির অপব্যবহারের প্রবণতা। রাস্তায় কানে ইয়ারফোন লাগানোর কারনে অথবা ফোনে ব্যস্ত থাকার জন্য প্রতিনিয়তই ঘটে চলেছে কত দুর্ঘটনা। তবুও মানুষের কোন হুঁশ নেই। তাই নিজেদেরকে বধির হওয়ার হাত থেকে বাঁচাতে ইয়ারফোনের ব্যবহার না করাই উচিত। 

News add
লাইফ স্টাইল