মোথাবাড়ি

বৈষ্ণবনগরে ফের শুরু গঙ্গার ভাঙন, আতঙ্কে দিশেহারা গঙ্গা পাড়ের বাসিন্দারা

 

 

জল বাড়ছে গঙ্গার। শুরু হয়েছে ভাঙন। নদী ভাঙনের আতঙ্কে বসত ভিটা ভেঙে অন্যত্র সরে যাচ্ছেন বাসিন্দারা। আজ দুপুরে  আচমকাই মালদা জেলার বৈষ্ণবনগরের পারদেওনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতের গোলাপ মন্ডল পাড়া ও খোঁজ পাড়ায় ব্যাপক ভাবে গঙ্গার ভাঙন শুরু হয়েছে। 

আর আচমকা গঙ্গা ভাঙনে ফের আতঙ্কে দিশেহারা গঙ্গা পাড়ের বাসিন্দারা। প্রায় ২০০ পরিবার আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে দিতে শুরু করেছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন সেচ দপ্তরে বিষয়টি জানিয়েছেন। যদিও এখনও কোন কর্তাদের দেখা পাওয়া যায় নি।