দক্ষিনদিনাজপুর

কুশমন্ডির ধর্ষণ কান্ডে অভিযুক্তদের বাড়িতে আগুন ধরিয়ে দিল ক্ষিপ্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষরা

আদিবাসী যুবতীকে গণ ধর্ষণের ঘটনায় ধৃত দু’জনের বাড়ি সহ একাধিক বাড়িতে আগুণ ধরিয়ে দিল আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। ভাঙচুর করা হয় দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডী থানার দেহাবন্দ এলাকার একাধিক বাড়িতে। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও কম ব্যাট ফোর্স মতায়ন করা হয়। থমথমে এলাকা। ঘটনাস্থলে রয়েছেন কুশমন্ডি থানার আইসি শ্যামল বিশ্বাস, মহকুমা পুলিশ আধিকারিক বিপুল ব্যানার্জি সহ বিশাল পুলিশ বাহিনী। কার্যত রণ ক্ষেত্রের চেহারা নিয়েছে কুশমন্ডি থানার দেহাবন্দের ঘাটপাড়া এলাকা। এলাকায় তির ধনুক নিয়ে ঘুরছে আদিবাসীরা। প্রথমে দমকল এলাকায় ঢুকতে না পারলেও পরে দমকল গিয়ে আগুন নেভানোর কাজ করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রনে। যদিও ভস্মীভূত কয়েকটি বাড়ি। এলাকা থমথমে। এলাকায় রয়েছে পুলিশ। ঘটনাস্থলে যেতে বাঁধা দেওয়া হয় সংবাদ মাধ্যমের কর্মীদের। এমনকি ছবি তুলতেও বাঁধা দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/zkmMNzTcmLE