বামনগোলা

গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জারি হল নির্বাচনি ইশতেহার

গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে দলের নির্বাচনি ইশতেহার প্রকাশ করল শুক্রবার।

 

এদিন তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলনটি করা হয়। প্রকাশিত করা হয় ২০২১ সালের নির্বাচনী ইশতেহার। ইশতেহার প্রকাশ করেন গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক প্রসাদ ও গাজোল বিধানসভার প্রার্থী বাসন্তী বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য দিনেশ টুডু, গাজোল ব্লক জেনারেল সেক্রেটারি গৌড় চন্দ্র চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।

 

এ বিষয়ে গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক প্রসাদ তিনি বলেন, ১৭ ই মার্চ তৃণমূল কংগ্রেসের নেত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন, এছাড়াও ১৮ মার্চ জেলা নেতৃত্ব প্রকাশ করেন। এদিন ১৯ মার্চ সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে এদিন গাজোল ব্লকের তৃণমূল কংগ্রেসের কার্যালয় নির্বাচনী ইশতেহার প্রকাশ করে। এই নির্বাচনী ইশতেহার থাকা প্রতিশ্রুতিগুলি হল ১. অজস্র সুযোগ সুযোগ বৃদ্ধি ২. প্রতিটি পরিবারকে নিম্নতম মাসিক আয় ৩. আর্থিক সুযোগ, সবল যুগ ৪. বাংলায় সবার নিশ্চিত আহার ৫. বর্ধিত উৎপাদন, সুখী কৃষক ৬. শিল্পোন্নত বাংলা ৭. উন্নততর স্বাস্থ্য ব্যবস্থা, সুস্থ বাংলা ৮. এগিয়ে রাখতে, শিক্ষিত বাংলা ৯. সবাই পাই, মাথা গোঁজার ঠাঁই ১০. প্রতি ঘরে বিদ্যুৎ, সড়ক জল পৌঁছে দেওয়া।