অন্যান্য

প্রার্থীদের নিয়ে মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে পুলিশের সামনে দলীয় কার্যালয়ের কাছে আক্রান্ত ডালু বাবু, অল্পের জন্য তিনি রক্ষা পেলেও আহত হয়েছে তার ছায়া সঙ্গী রাজীব চৌধুরী। অভিযোগের তীর তৃণমূলের দিকে

জানা যায়, আদালতের নির্দেশে সোমবার পুনরায় মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয় সারা রাজ্য জুড়ে। কিন্তু এদিন জেলায় জেলায় দেখা গেল রাজনৈতিক সংঘর্ষের চিত্র। এদিন দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরীর (ডালু বাবু) উপর বোম নিয়ে আক্রমণ চালায় বেশ কিছু দুষ্কৃতি বলে অভিযোগ। সোমবার মুর্শিদাবাদের সামশের গঞ্জে দলীয় প্রার্থীদের নিয়ে স্থানীয় ব্লক অফিসে মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল ডালু বাবুর। দলীয় কার্যালয় থেকে বেরনর সময় তার গাড়ি লক্ষ্য করে মুড়ি মুড়কির মতো বোমা ছুড়তে শুরু করে দুষ্কৃতিরা। কোন মতে দলীয় কার্যালয়ে আশ্র্য় নিয়ে প্রান বাচান তিনি। তিনি অল্পের জন্য বাঁচলেও আহত হয় তার ব্যক্তিগত সহযোগী রাজীব চৌধুরী। এই খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদেরও বাধা দেওয়া হয়। সমস্ত ঘটনা পুলিশের সামনে ঘটলেও আবাধে বোমা ছুড়তে ছুড়তে দুষ্কৃতিরা পালিয়ে যায়। এই ঘটনায় আবার রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠল বড়সড় প্রশ্ন?

        এদিকে এই ঘটনার প্রতিবাদে শহরের প্রাণ কেন্দ্র রথবাড়ি মোড়ে পথ অবরোধ শুরু করে মালদা জেলা কংগ্রেসের নেতৃত্ব। এদিন রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা সহ ডালু বাবুর উপর বোমা নিক্ষেপের ঘটনা তুলে ধরে বিক্ষোভ দেখান কংগ্রেসের একাধিক জেলা নেতৃত্ব।

        এইঘটনায় দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরীর ব্যক্তিগত সহযোগী রাজীব চৌধুরী জানান, এদিন মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে পুলিশের সামনেই তাদের উপর বোম নিয়ে আক্রমণ করে দুষ্কৃতিরা। সেই ঘটনায় তিনি আহত হয়েছেন। এক কথায় এদিনের এই ঘটনা সত্যি ভয়াবহ।

        এই বিষয়ে সাংসদ আবু হাসেম খান চৌধুরী অভিযোগ করে বলেন, সকাল নাগাদ আমরা পার্টি অফিসে ঢুকছিলাম, সেই সময় শাসক দলের লোকেরা বোম নিয়ে হামলা চালায়। যার কারনে তারা নমিনেশন দিতে পারেননি। এই ঘটনায় র‍্যাফ নামান উচিত ছিল র‍্যাফ দিয়ে প্রার্থীদের নিয়ে যাওয়া উচিত ছিল। তবে দুষ্কৃতিদের এই তান্ডব দেখে পুলিশ দ্বারা নির্বাচন যে সম্ভব নয় তা তিনি স্পষ্ট করে দেন। 

        এই ঘটনায় রথবাড়িতে পথ অবরোধে সামিল হওয়া কংগ্রেস বিধায়ক ঈশা খান চৌধুরী জানান, এদিন সাংসদ ডালু বাবু পার্টি অফিসে যাওয়ার সময় শাসক দলের দুষ্কৃতিরা বোমা নিয়ে হামলা করে। এই ঘটনার প্রতিবাদে এদিন পথ অবরোধ করা হয়েছে। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/f8aDZGI214U