বামনগোলা

সারনা ধর্ম কোড লাগু না করার কারনে আদিবাসী সিঙ্গেল অভিযানের বিক্ষোভ

সারনা ধর্ম কোড লাগু না করার কারনে কুশ পুতুল দাহ করে বিক্ষোভ দেখাল আদিবাসী সিঙ্গেল অভিযানের সদস্যরা। বৃহস্পতিবার ঝাড়খন্ড দিসম পার্টির পক্ষ থেকে এই বিক্ষোভের আয়োজন করা হয়।

 

তাদের কার্যালয় থেকে মোহন হাঁসদার নেতৃত্বে প্রায় ৩৫ জন আদিবাসী সিঙ্গেল অভিযান কর্মীদের নিয়ে পার্টি অফিস থেকে এক র‍্যালী বের হয়ে গাজলের বিদ্রোহী মোড় হয়ে গাজোল ইষ্টান হয়ে গাজোল বামনগোলা মোড়ের ৫১২ নং জাতীয় সড়কের উপর ভারতের প্রধানমন্ত্রী দামোদর নরেন্দ্র মোদী মুর্দাবাদ শ্লোগান দিয়ে পাঁচটি কুশ পুতুল দাহ করে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। এর কারণে বেশ কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

 

JDP পার্টির ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট মোহন হাসদা বলেন, আমরা হিন্দু নয়, আমরা পূজারী। আমাদের ধর্ম সূর্যকে এবং গাছকে পুজা করে। এবং সারনা ধর্ম কোড না দেওয়ার কারণে এদিন আমরা কুশ পুতুল দাহ কর্মসূচি সম্পন্ন করেছি।