ইংরেজ বাজার

হবিবপুর বিধানসভায় ভোট প্রচারে জোর দিলেন তৃণমূল প্রার্থী

নাম ঘোষনা হতেই নির্বাচনি প্রচারে নামলেন হবিবপুর বিধানসভার তৃণমূল প্রার্থী প্রদীপ বাস্কে। বৃহস্পতিবার তিনি হবিবপুর বিধানসভার বিভিন্ন এলাকায় প্রচার চালানর সাথে সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপর হামলার ঘটনার প্রতিবাদে বুলবুলচন্ডী ঘোড়া স্ট্যান্ডে বিক্ষোভ দেখানো হয়।

 

এদিন বিকেলে বুলবুলচন্ডী অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হবিবপুর ৪৩(ST) বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ বাস্কেকে ফুলের তোড়া দিয়ে ও তৃণমূল কংগ্রেসের প্রতীকের উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দেওয়া হয় বুলবুলচন্ডী বেসরকারি লজে। এরপর বুলবুলচন্ডী বাজার এলাকায় ভোটের প্রচার করেন তিনি। পাশাপাশি নন্দীগ্রামের মুখ্যমন্ত্রী আহত ঘটনায় ভারতীয় জনতা পার্টির চক্রান্ত বলে বুলবুলচন্ডী ঘোড়া স্ট্যান্ডে তৃণমূল কংগ্রেসের কর্মীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। উপস্থিত ছিলেন হবিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ বাস্কে, হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উজ্জ্বল মিশ্র, বুলবুলচন্ডী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযুষ মণ্ডল, হবিবপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌগত সরকার, হবিবপুর ব্লকের জয় হিন্দ বাহিনীর সভাপতি রাজীব ডাগা সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মীরা।