মালদা

জলবন্দি মানুষদের খাওয়ার ও অন্যান্য জিনিস দিয়ে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছে বহু স্বেচ্ছাসেবী সংস্থা

মালদা বন্যা পরিস্থিতি ভয়াবহ। ক্রমশ জল বাড়ছে জেলার সমস্ত নদীগুলিতে। ইতিমধ্যে মালদা শহরের ইংরেজবাজার ও পুরাতন মালদা পুরসভার বেশ কয়েকটি এলাকায় মহানন্দা নদীর জল ঢুকে প্লাবিত হয়েছে বহু এলাকা। জলবন্দি হয়ে পড়েছে একাধিক এলাকা। এই রকম পরিস্থিতিতে বহু স্বেচ্ছাসেবী সংস্থারা উদ্যোগ নিয়ে এই বানভাসি গ্রামবাসীদের পাশে এসে দাঁড়িয়েছে। আজ পুরাতন মালদার সাহাপুরের জলমগ্ন গ্রামবাসীদের হাতে চিরাগুর সহ ত্রিপল তুলে দেওয়া হয়।

         সংস্থার সদস্য সুদর্শন হালদার জানান, মালদা জেলা শহরের বিস্তীর্ণ এলাকা মহানন্দার জলে প্লাবিত। এর আগেও বন্যা হয়েছে। তবে এ বছর যে পরিমানে মহানন্দার জল বেড়েছে তাতে বহু মানুষ জলবন্দি অবস্থায় খোলা আকাশের নীচে দিন কাটাচ্ছে। আমরা তাদের জন্য এদিন কিছু খাওয়ার ও ত্রিপল তুলে দিয়েছি। আগামী দিনেও আমরা তাদেরকে এই ভাবে সাহায্য করব, বলে জানান তিনি।