মালদা

বন্যার জলে জলমগ্ন চালের মিল। মাথায় হাত চালের মিলের মালিকের

হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত তুলসীহাটা গ্রামে রয়েছে একটি চালের মিল। বন্যার জল ঢুকে জলমগ্ন হয়ে পড়েছে চালের মিল। মাথায় হাত মিলের মালিকের। নষ্ট হয়েছে চাল, ধান ও অন্যান্য অনেক সামগ্রী।

            চাল মিলের মালিক বিজয় মোদী জানান, মিলে জল ঢোকার সময় আপ্রান চেষ্টা করেছেন তারা যেন জল আটকানো যায় কিন্তু সম্ভব হয়নি। আনুমানিক ৮ হাজার কুন্টাল চাল, ১৩ হাজার কুন্টাল ধান ও মিলের যাবতীয় সামগ্রী সমস্ত কিছু জলে ডুবে গিয়েছে। প্রায় কোটি কোটি টাকার জিনিস তার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। প্রশাসনের কাছে তিনি সাহায্য চেয়েছেন, যেন সরকারের পক্ষ থেকে তাকে সাহায্য করা হয়। কারন এই মিল থেকে তুলসীহাটা, হরিশ্চন্দ্রপুর, চাঁচল, সামসী সমস্ত বাজারে এখান থেকেই চাল পাঠানো হয়। 

            সুত্রের খবর, চালের মিল ডুবেছে বলে অনেকেই চালের দাম বাড়িয়ে দিচ্ছে তাই এদিন বাজারে হানা দেয় পুলিশ। যেন কোন দোকানদার চালের দাম বৃদ্ধি করতে না পারে।