উত্তরদিনাজপুর

ট্রেনের উদ্বোধন কে ঘিরে রাজনৈতিক সৌজন্যের নজির মালদা টাউন স্টেশন চত্বরে

ট্রেনের উদ্বোধন কে ঘিরে রাজনৈতিক সৌজন্যতার নজিরের দেখা মিলল মালদা টাউন স্টেশনে। বর্তমান রাজ্য পরিস্থিতির প্রেক্ষাপটে এ এক অন্য ছবি।


আজ মালদা টাউন স্টেশন থেকে মালদা মুম্বাই সুপারফাস্ট ট্রেন এর উদ্বোধন করা হয়। পূর্ব রেলের আধিকারিকদের পাশাপাশি একই মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ, রাজ্যের মন্ত্রী এবং জেলার বিজেপি তৃণমূলের বিধায়করা। দুইদলের জনপ্রতিনিধিরাই একে অপরের প্রশংসা করেন। একই সাথে সবুজ ঝান্ডা দেখিয়ে ট্রেনের উদ্বোধন করা হয়।


রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, যেকোনো উন্নয়নের কাজ ও ভালো কাজ হলে আমরা একসাথে আছি। মালদা থেকে প্রচুর মানুষ মুম্বাই যায়। কেউ ব্যবসার কাজে কেউ শ্রমিকের কাজে। এতদিন তাদের হাওড়া হয়ে ঘুরে যেতে হতো। এই ট্রেন সরাসরি মুম্বাই যাওয়ায় মালদা এবং আশপাশের জেলার বাসিন্দারা উপকৃত হবেন।


পাশাপাশি উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, দলমত নির্বিশেষে আজ আমরা সবাই উপস্থিত ছিলাম। এই ট্রেন এর উদ্বোধনের ফলে মালদাবাসির অনেক সুবিধা হবে। আপাতত সপ্তাহে এক দিন চলছে এই ট্রেন, রেল মন্ত্রীর কাছে আমি দাবী করেছি এই ট্রেন চালানোর জন্য। এই ট্রেন চালু হওয়ায় খুশি যাত্রীরাও।