উত্তরদিনাজপুর

বানভাসি মানুষদের খাবার বিলির পর, এবারে বন্যার জল থেকে হওয়া দূষন রোধেও এগিয়ে এল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ, কালিয়াগঞ্জ থানার পুলিশ

মানুষই পারে মানুষের পাশে দাড়াতে। আর পুলিশও আমাদের সমাজের অঙ্গ। যখন গোটা উত্তর দিনাজপুর জেলার বিস্তৃন এলাকা জলমগ্ন। বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছে। সেই সব বন্যায় দুর্গত মানুষদের ত্রান ও খাবার দেওয়ার পর এবার দূষন রোধেও এগিয়ে এল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ, কালিয়াগঞ্জ থানার পুলিশ। বন্যা কবলিত এলাকা থেকে বন্যার জল সরে যাওয়ার পর দূষন প্রতিরোধে এলাকায় ব্লিচিং পাউডার ছিটানোর কাজ শুরু করলো পুলিশ। এর আগে উত্তর দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা লড়ির অভুক্ত চালক ও খালাসিদের খাবার দেওয়া হয়েছিল। এবার জল সরতেই রায়গঞ্জ, কালিয়াগঞ্জ পুর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ডে দূষন প্রতিরোধে ব্লিচিং ও অন্যান্য প্রতিষেধক ছিটিয়ে রোগ প্রতিরোধের উদ্যোগ গ্রহন করল পুলিশ। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার বানভাসি মানুষেরা। 

 

            এদিকে রায়গঞ্জ থানার আইসি সুমন্ত বিশ্বাস জানিয়েছেন, বন্যার জল নেমে যাবার পর দূষনের জেরে নানান রোগ ছড়ানোর আশঙ্কা দেখা যায়। সেই বিষয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি এলাকায় ব্লিচিং পাউডার ছড়ানো হচ্ছে। এছাড়াও আজও বেশকিছু বন্যা কবলিত এলাকায় পুলিশের পক্ষ থেকে খাবার বিলি করা হচ্ছে বলে জানান তিনি।