উত্তরদিনাজপুর

রাজ্যজুড়ে উদ্ধোধন করা হল মোট ২৮৯ টি শিশু আলয় কেন্দ্রের।

রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং রাজ্য নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যান দফতরের সহযোগিতায় রাজ্যজুড়ে একসাথে মোট ২৮৯ টি শিশু আলয় কেন্দ্রের ভার্চুয়ালী উদ্ধোধন করা হয়। এদিন পশ্চিম বর্ধমান থেকে রাজ্য নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যান দফতরের মন্ত্রী ডাঃ শশী পাজা ভার্চুয়াল মাধ্যমে উদ্ধোধন করেন শিশু আলয় কেন্দ্রগুলির।এদিন উত্তর দিনাজপুর জেলায় ৫ টি শিশু আলয় কেন্দ্রের উদ্ধোধন হয়। তার মধ্যে কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার গ্রাম পঞ্চায়েতের অধিন চাঁদবাড়ী এলাকায় ভান্ডার অঙ্গনওয়াড়ী কেন্দ্রের( শিশু আলয়) উদ্ধোধন করা হয় ভার্চুয়াল মাধ্যমে।

 

এদিনের ভার্চুয়াল উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক দীপঙ্গর পিপলাই, বিডিও প্রসূন কুমার ধারা,পঞ্চায়েত সভাপতি দীপা সরকার, কালিয়াগঞ্জ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের আধিকারিক স্বীকৃতি কুন্ডু, উত্তম ঘোষ, প্রবোধ দেবসর্মা সহ বিশিষ্ট জনেরা। এলাকায় সুসংহত শিশু বিকাশ সেবা কেন্দ্র উদ্ধোধন হওয়ায় খুশি এলাকার মায়েরা।