মুর্শিদাবাদ

আবাস তালিকায় স্বজন পোষণ, তৃণমূল সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ প্রকৃত প্রাপকদের! কটাক্ষ বিজেপির

একাধিক গ্রামের বাসিন্দাদের আবাস তালিকায় নাম না থাকায় বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। বৃহস্পতিবার দুপুরে মালদহের চাঁচল ২ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখান চাঁচল ২ নং ব্লকের একাধিক গ্রামের মানুষজন। গ্রামবাসীদের বিক্ষোভে সামিল হন বিজেপি নেতৃত্ব। 

বিজেপির অভিযোগ, প্রকৃত প্রাপকদের নাম বাদ দিয়ে নাম রয়েছে তৃণমূল নেতাদের, তাই মানুষের এই বিক্ষোভ। গ্রামের মানুষকে ভুল বুঝিয়ে ব্লক দপ্তরে বিক্ষোভ করাচ্ছে বিজেপি,পাল্টা দাবিতে তৃণমূল।

আবাস যোজনার তালিকায় নাম প্রকাশ হতেই রাজ্যজুড়ে উঠেছে স্বজন পোষণের অভিযোগ। প্রকৃত প্রাপকদের নাম বাদ দিয়ে তালিকায় নাম রয়েছে তৃণমূল নেতাদের। পাকা অট্টালিকা থাকা মানুষের নাম রয়েছে তালিকায়। নাম নেই টালি ও ঝুপড়ি তে থাকা গ্রামের বাসিন্দাদের। প্রকৃত প্রাপকদের বঞ্চিত রেখে এই তালিকা তৈরি করা হয়েছে অভিযোগ তুলে বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা। বুধবার দুপুরে মালদহের চাঁচল দু নং ব্লক দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখান চাঁচল ২ নং ব্লকের ধানগাড়াসহ বেশ কয়েকটি গ্রামের মানুষজন। পাশাপাশি পুনরায় আবাস তালিকায় নাম নথিভুক্তকরণের জন্য আবেদনপত্র জমা করেন বিক্ষোভকারী প্রকৃত প্রাপকেরা। 

চাঁদপুর গ্রামের বাসিন্দা হযরত আলী বলেন, তার টালির কাঁচা বাড়ি। ২০১৮ সালে ঘরের জন্য আবেদন করেন, কিন্তু ঘরের তালিকায় নাম নেই তার। তালিকায় নাম তোলার জন্য তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সদস্য তার কাছে টাকা চেয়েছিল। টাকা দিতে না পারায় তিনি ঘরের সুবিধা থেকে বঞ্চিত। পুনরায় আবাস তালিকায় নাম নথিভুক্ত করণের জন্য বিডিও অফিসে নাম নথিভুক্ত করার আবেদন জানান তিনি। কিন্তু তাদের আবেদন গ্রহণ করছেন না বিডিও।

আবাস তালিকা থেকে বঞ্চিত প্রকৃত প্রাপকদের এই বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতৃত্ব ব্লক দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখান। বিক্ষোভে নেতৃত্ব দেন মালদা উত্তরের বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রতন দাস ও জেলা কমিটির সদস্য তথা বর্ষীয়ান বিজেপি নেতা সুভাষ কৃষ্ণ গোস্বামী। বিজেপির অভিযোগ, মালতি পুরে আবাস তালিকায় সমুদ্রসম্মতুল্য দুর্নীতি আর স্বজন-পোষণ রয়েছে। প্রকৃত প্রাপকদের বঞ্চিত রেখে তালিকায় নাম থাকছে তৃণমূল নেতাদের। অসহায় দিন আনা দিন খাওয়া পরিবার গুলির ঘরের তালিকায় নাম না থাকায় তারা বিক্ষোভ দেখাচ্ছে।

অপরদিকে, বিজেপি সস্তার রাজনীতি করতে চাইছে। তাই সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ব্লক দপ্তর ঘেরাও করে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, কটাক্ষ ছুড়েছে তৃণমূল। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতিপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সি জানিয়েছেন, সমীক্ষা চলছে প্রকৃত প্রাপকরাই ঘর পাবে। তালিকায় যে সমস্ত স্বজন পোষণের অভিযোগ উঠছে তা মিথ্যে এবং ভিত্তিহীন। বিজেপি সস্তার রাজনীতি করতে চাইছে। তাই সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ব্লক দপ্তর ঘেরাও করে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে।